Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশি একই পরিবারের দুই কন্যা নিহত

আমিরাতে সড়ক দুর্ঘটনা

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে: | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

আরব আমিরাতের শারজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের দু’ কন্যা নিহত হয়েছে। এরা হলো তাসফিয়া (১৬) ও তাজু (৬)। তাদের বাবার নাম মোহাম্মদ ইকবাল। বাড়ি চট্টগ্রামের ফতেয়াবাদের বটতলা এলাকায়।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যাওয়ার সময় শারজাহ বাংলাদেশ সমিতির খুব কাছাকাছি পাকিস্তানি সিগন্যালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেট গাড়ির সাথে ধাক্কা লাগলে মাথায় প্রচন্ড আঘাত পায়। এতে দু’জনকে হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ শারজাহ আল কাসেমি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, চার বোনের মধ্যে তাসফিয়া সবার বড় এবং তাজু সবার ছোট। তাসফিয়া শারজাহ পাকিস্তানি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। তাদের বাবা মোহাম্মদ ইকবাল শারজায় ব্যবসা করেন

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ