Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাইবার হামলা চালিয়ে ২শ কোটি ডলার চুরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

অস্ত্র কর্মসূচির জন্য অর্থ জোগান দিতে সাইবার হামলার মাধ্যমে দুই শ কোটি মার্কিন ডলার চুরি করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের ফাঁস হওয়া এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। গোপন ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ সংগ্রহ করতে পিয়ংইয়ং ব্যাংক ও ক্রিপ্টো-কারেন্সি বিনিময়কে টার্গেট করেছে। এমন ৩৫টি সাইবার হামলার তদন্ত করছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির কাছে পাঠানো ওই ফাঁস হওয়া প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ চুরি করতে এই সাইবার হামলা চালানো হয় এবং ক্রিপ্টো-কারেন্সি বিনিময়েও এই হামলা চালায় তারা। জাতিসংঘের প্রতিবেদনের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষতিকর সাইবার কার্যক্রম মোকাবিলায় সব দায়িত্বশীল রাষ্ট্রকে পদক্ষেপ নেওয়া আহ্বান জানিয়েছি। এই সাইবার হামলার মাধ্যমে অর্জিত রাজস্ব অবৈধ গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তা করে। উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য ডিজাইন করা সাইবার কার্যকলাপও তদন্ত করছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্রিপ্টো-কারেন্সি লেনদেনে উত্তর কোরিয়ার সাইবার আক্রমণগুলো এমনভাবে করা হয়েছিল, যে তাদের চিহ্নিত করা কঠিন। প্রথাগত ব্যাংকিং খাতের তুলনায় সরকারের কম তদারকি ও নিয়ন্ত্রণের সাপেক্ষ প্রতিষ্ঠানে হামলা চালায় তারা। ফাঁস হওয়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া গণবিধ্বংসী অস্ত্র সংশ্লিষ্ট পণ্য অর্জন ও জাহাজে অবৈধ উপায়ে পরিবহনের মাধ্যমে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ