Inqilab Logo

রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঈদ ধারাবাহিক ফ্যামিলি সিক্রেট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

এবারের ঈদে অভিনেতা-নির্মাতা সালাহ উদ্দিন লাভলু বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তুহিন হোসেনের পরিচালনায় এবারের ঈদে জিটিভির ব্রেক ফ্রি সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি সিক্রেট’-এ অভিনয় করেছেন তিনি। নাটকে তারসঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন অভিনেত্রী সারিকা। নাটকটির গল্প প্রসঙ্গে তুহিন হোসেন বলেন, ‘পরিবারের প্রত্যেকেরই সিক্রেট কিছু বিষয় থাকে যা পরিবারের সবার সঙ্গে শেয়ার করলেও ঝামেলা, না করলেও ঝামেলা। এরমধ্যে যদি পরিবারের বাইরের আরেকটি খারাপ লোক পরিবারের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে তখন ঝামেলা আরো বেড়ে যায়। এই নিয়েই ফ্যামিলি সিক্রেট’র গল্প এগিয়ে যায়।’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন বিজরী বরকত উল্যাহ, ইন্তেখাব দিনার, জিয়াউল হাসান কিসলু, শিল্পী সরকার অপু, মিশু সাব্বির, মুনিয়া প্রমুখ। এরইমধ্যে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজ’সহ বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে। সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘দর্শক আগে যেমন পারিবারিক গল্পের নাটক দেখে আবেগাপ্লুত হয়ে পড়তেন, হাসতেন, কাঁদতেন। তুহিনের এই নাটক দেখে দর্শক সেই আগের নাটকের গল্পের রেশ খুঁজে পাবেন। তুহিন হোসেন খুব কষ্ট করে, শ্রম দিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছে। খুব ভালো একটি কাজ হয়েছে।’ সারিকা বলেন, ‘তুহিন হোসেনের নির্দেশনায় এর আগেও আমি বেশকিছু নাটকে কাজ করেছি। তার নাটকের গল্পই হচ্ছে প্রাণ। ফ্যামিলি সিক্রেট নাটকটির গল্প এবং দর্শকের উদ্দেশ্যে গল্প বলার ধরন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শ্রদ্ধেয় লাভলু ভাইয়ের নির্দেশনায় বা তার সহশিল্পী হিসেবে আমার কখনোই কাজ করা হয়ে উঠেনি। এবারই প্রথম তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হলো, এটা একটা অন্যরকম ভালোলাগা। অনেক গুণী গুণী শিল্পীদের সঙ্গে এই নাটকে কাজ করেও দারুণ ভালোলেগেছে। তুহিনের কাজ সবসময়ই অন্যরকম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্যামিলি সিক্রেট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ