মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বার্ষিক যে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তার প্রতি সতর্কবার্তা হিসেবে পিয়ংইয়ং কৌশলগত গাইডেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কিম জং উনের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বুধবার এ খবর দিয়েছে। কিম বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার প্রতি যথোপযুক্ত সতর্কবার্তা।’ গত ১০ দিনে চার দফা স্বল্পপাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিগত দিনগুলোতে দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে গণমাধ্যমগুলো এ খবর প্রচার করলেও পিয়ংইয়ং বিষয়টি নিয়ে মুখ খোলেনি। কিম জং উন আজ সতর্কবার্তা জারি করার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করলেন। কেসিএনএ বলেছে, এসব ক্ষেপণাস্ত্রের যুদ্ধ করার সক্ষমতা, এগুলোর ওপর নির্ভরতার মাত্রা এবং নিরাপত্তা রক্ষার বিষয়টি সুনিপুণভাবে পরীক্ষা করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক সমরাস্ত্র বিশেষজ্ঞরাও একথা বলেছিলেন যে, এসব পরীক্ষা ক্ষেপণাস্ত্রের ওপর উত্তর কোরিয়ার নির্ভরশীলতাকে আরও শক্তিশালী করবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।