Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর সিদ্ধান্তের বিরোধিতা চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার ভারতীয় সিদ্ধান্ত তাদের আঞ্চলিক সার্বভৌমত্ব ক্ষুন্ন করেছে বলে অভিযোগ করেছে চীন। মঙ্গলবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কাশ্মীর বিষয়ে ভারতের পদক্ষেপের বিরোধিতা করে এমন মন্তব্য করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীন, ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীর অঞ্চল নিয়ে দেশগুলোর মধ্যে বিরোধ বর্তমান। কাশ্মীরের নিজেদের নিয়ন্ত্রিত অংশে অবস্থান শক্ত করার জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যটির বিশেষ মর্যাদা বাতিল করেছে ভারত। এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং বলেছেন, “ভারতের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য, এর কোনো আইনি প্রভাব নেই।” সীমান্ত ইস্যুকে আরও জটিল করে তুলতে পারে তেমন ধরনের পদক্ষেপ এড়িয়ে চলতে চীন সীমান্ত ইস্যুতে ভারতকে সতর্ক হতে বলেছে এবং উভয় দেশের মধ্যে হওয়া সমঝোতা কঠোরভাবে মেনে চলতে বলেছে বলে জানিয়েছেন তিনি। বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত হয়ে আছে। এর মধ্যে সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকা ও জম্মু শহরের আশপাশের হিন্দু প্রভাবিত এলাকাগুলো ভারতের শাসনাধীনে, কাশ্মীরের পশ্চিমাঞ্চল পাকিস্তানের নিয়ন্ত্রণে এবং উত্তরের জনবিরল পবর্তময় এলাকাটি চীনের অধীনে আছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ