মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গিনিতে নিখোঁজ ২
ইনকিলাব ডেস্ক : গিনির রাজধানীর কাছে সমুদ্রে মঙ্গলবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দু’জন কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। দেশটির সামরিক বাহিনী একথা জানায়। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুই পাইলটের সন্ধানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এতে আরও বলা হয়, এ দুই পাইলটের পরিবারকে দুর্ঘটনার কথা জানানো হয়েছে। সামরিক বাহিনী দুর্ঘটনার কারণ জানায়নি। তবে বিগত কয়েকদিন ধরেই রাজধানী কোনাক্রিতে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। এএফপি।
জাতীয় মহামারী
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনে ডেঙ্গুকে জাতীয় মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। মশাবাহিত এই রোগে এ বছর দেশটিতে এখন পর্যন্ত ছয়শ’র বেশি মানুষ মারা গেছে। এরপরই ডেঙ্গুকে ‘জাতীয় মহামারী’ হিসেবে ঘোষণা করা হলো। ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের ০১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত অন্তত ১ লাখ ৪৬ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত বছরের এ সময়ের তুলনায় যা শতকরা ৯৮ ভাগ বেশি। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ৬২২ জন। রয়টার্স।
আন্তর্জাতিক ডাকাত
ইনকিলাব ডেস্ক : মার্কিন সরকারকে আন্তর্জাতিক ডাকাত বলে অভিহিত করেছে ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। ওয়াশিংটন আমেরিকায় অবস্থিত ভেনিজুয়েলার সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়ার পর কারাকাস এ মন্তব্য করেন। ভেনিজুয়েলার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী উইলিয়াম ক্যাস্টিলো তার দেশের বিরুদ্ধে আমেরিকার সর্বশেষ আরোপিত কঠোর নিষেধাজ্ঞার তীব্র জানিয়ে ওই মন্তব্য করেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য’ এবং ‘আন্তর্জাতিক দস্যু’ বলে অভিহিত করেন। রয়টার্স।
ভিসা দেবে না
ইনকিলাব ডেস্ক : আগামী সপ্তাহে কৈলাশ মানস সরোবর যাত্রা করতে যাওয়া একদল ভারতীয়কে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে চীন। সূত্র জানিয়েছে, বুধবার অনুষ্ঠিতব্য কৈলাশ মানস সরোবর যাত্রায় কোনও ভারতীয়কেই ভিসা দেবে না চীন। কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করার ভারতীয় সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মাথায় এ পদক্ষেপ নিলো বেইজিং। চীনের মূল আপত্তি কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করা নিয়ে। এনডিটিভি।
উত্তেজনা ছড়াচ্ছে
ইনকিলাব ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে তার দেশের সবচেয়ে ন্যূনতম আশা হচ্ছে, ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করতে হবে। তিনি মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক টেলিফোন সংলাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় নিজের দেয়া সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে ইরান। কাজেই ওই সমঝোতায় ইরানকে যেসব সুযোগ সুবিধা দেয়ার কথা বলা হয়েছে, সেগুলোও তেহরানকে দিতে হবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।