বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার নতুন রোগী ৯ জন ভর্তি হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৮ জন। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৯ জন রোগী। ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান অফিসার আব্দুল কাদের এই তথ্য জানান। এদিকে বুধবার দুপুরে ভর্তি রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে যান ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন। তাদের খোঁজ খবর নেন। এসময় তিনি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে যারা গরীব অসহায় তাদের চিকিৎসার ব্যায়ভার গ্রহনের ঘোষনা দেন। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড আরও পরিচ্ছন্ন রাখার জন্য তিনি ব্যক্তিগত ভাবে দুইজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেন। এসময় ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, আরও এমও ডা: অপুর্ব কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।