বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগষ্ট) সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩/৩-এসআর ৩ আর,বি হতে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র নেতৃত্ব দেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার। বিএসএফ’র নেতৃত্বে ছিলেন, ১১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট চন্দন শিখর।
৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, এক ঘন্টা দশ মিনিট ব্যাপী চলা এই বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিলো সীমান্তে নিহত বা আহতের মতো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া। একই সাথে মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার প্রতিরোধ করতে বিজিবি ও বিএসএফ একে অপরকে সহযোগিতা করার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধ করাসহ সীমান্তে শান্তি-শৃংখলা বজায় রাখতে বিজিবি ও বিএসএফ একযোগে কাজ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।