মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল মঙ্গলবার অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার জন্য ভারতের অবৈধ ও একতরফা পদক্ষেপ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রকাশ আশঙ্কা করছেন যে, নয়াদিল্লি এই বিতর্কিত উপত্যকা থেকে সংখ্যলঘুদের নিশ্চিহ্ন করে দেবে।
পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশঙ্কা করি যে ভারত সরকার এখন কাশ্মীরে জাতিগতভাবে সংখ্যালঘুদের নির্মূল করবে। তিনি বলেন, ‘অধিকৃত কাশ্মীর কবরস্থানে পরিণত হয়েছে। তবে স্বাধীনতার আন্দোলন জোর খাটিয়ে থামিয়ে দেয়া যায় না। কাশ্মীরে তারা যা করেছে তা তাদের আদর্শ অনুসারে। তাদের ধর্ম বিদ্বেষী মতাদর্শ রয়েছে।’
পাক প্রধানমন্ত্রী পুনরায় উল্লেখ করেন, ভারত যদি আক্রমণাত্মক নকশা অনুসরণ করে তবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধ নেবে। তিনি বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার ভারতের সিদ্ধান্তটি পূর্ব পরিকল্পিত ছিল এবং নরেন্দ্র মোদির নির্বাচনী ইশতেহারের অংশ ছিল।
ইমরান খান বলেন, পাকিস্তান প্রতিবেশী দেশগুলির সাথে আরও ভাল সম্পর্ক চায় তবে ভারত সরকার আরএসএসের ফ্যাসিবাদ আদর্শ অনুসরণ করছে। নয়াদিল্লি আগেও আলোচনায় বসতে প্রত্যাখান করেছে জানিয়ে তিনি বলেন, ভারতকে দৃঢ় ভাবে জানিয়ে দেয়া হয়েছিল যে পুলওয়ামা হামলায় পাকিস্তান জড়িত ছিল না। কিন্তু তারা পাকিস্তানের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছিল।’ ইসলামাবাদের আন্তরিকতা প্রকাশ করতে ও শুভেচ্ছার ইঙ্গিত হিসাবে ভারতীয় পাইলটকেও ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তিনি বলেন, ‘ভারত সরকার তার ধর্ম বিদ্বেষী আদর্শ প্রচারের জন্য নিজেদেরই সংবিধান লঙ্ঘন করেছে এবং অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করে দিয়েছে।’ সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।