মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডলারের বিপরীতে চীনের মুদ্রার মান এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে নিচে নামিয়ে আনার পর ওয়াশিংটন বেইজিংয়ের বিরুদ্ধে মুদ্রা নিয়ে কারসাজি করার অভিযোগ এনেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার চীনকে ‘কারেন্সি ম্যানিপুলেটর’ হিসেবে ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ঘোষণা দুই দেশের মধ্যে চলমান ‘শুল্ক যুদ্ধ’কে আরও ঘনীভূত করতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। ১৯৯৪ সালে সর্বশেষ যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে মুদ্রা নিয়ে কারসাজির অভিযোগ করেছিল। আড়াই দশক পর একই অভিযোগে বেইজিংয়ের দিকে আঙুল তুলল তারা। ওয়াশিংটন বলছে, চীনের কারসাজির কারণে মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে; অন্যদিকে সোনার দাম বেড়ে ছয় বছরের মধ্যে সবচেয়ে উঁচু স্থানে পৌঁছেছে। চীনকে ‘কারেন্সি ম্যানিপুলেটর’ ঘোষণার মাধ্যমে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুনচিন মুদ্রা নিয়ে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেন; প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কার্যালয়ে বসার প্রথম দিনই ডনাল্ড ট্রাম্প এ আলোচনা শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। “সা¤প্রতিক পদক্ষেপের মাধ্যমে চীন প্রতিদ্ব›িদ্বতার ক্ষেত্রে যে অন্যায্য সুযোগ নেওয়ার পথ সৃষ্টি করল, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে মিলে মুনচিন তা দূর করতে কাজ করবেন,” বলেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এ প্রসঙ্গ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফের) তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।