Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়ায় নিহত ৪৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

লিবিয়ার দক্ষিণাঞ্চলের মুরজুক শহরে এক বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মুরজুক পৌরসভার সদস্য মোহামেদ ওমারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে দেশটির সেনা কর্মকর্তা খলিফা হাফতারের প্রতি অনুগত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) রোববার রাতে শহরটিতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে এলএনএ জানায়, বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। পাশের দেশ চাদের বিরোধী যোদ্ধাদেরকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। দ্য লিবিয়া অবজারভার এক প্রতিবেদনে জানায়, সোশ্যাল মিডিয়ায় স্থানীয় অ্যাক্টিভিস্টদের পোস্ট করা এক ভিডিওতে এই হামলায় ভুক্তভোগীদের লাশগুলো দেখা গেছে। দেশটির রাজধানী ত্রিপোলি ভিত্তিক প্রেসিডেনশিয়াল কাউন্সিল এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে এবং এর জন্য দায়ী হাফতারের অনেক সৈন্যকে আটক করেছে। এই প্রেসিডেনশিয়াল কাউন্সিল এক বিবৃতিতে লিবিয়ায় জাতিসংঘ মিশনের কাছে এই হামলার ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছে। চলতি বছরের শুরুতে এলএনএ তেল উৎপাদনকারী দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণের জন্য মুরজুক দখল করে। কিন্তু পরে তারা রাজধানী ত্রিপোলি দখলের জন্য উত্তরাঞ্চলের দিকে সরে যায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ