Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যায্য সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করবে পাকিস্তান

কাশ্মীরি জনগণকে রক্ষায় প্রস্তুত পাকিস্তান সশস্ত্রবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

আজাদ কাশ্মীরের জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভারত সোমবার অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে আইএসপিআরের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এ কথা বলেন। এর আগে পাকিস্তান পররাষ্ট্র দফতর জানায় যে ভারতের এই অবৈধ পদক্ষেপ মোকাবেলার জন্য ইসলামাবাদ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা বাতিল করে এই অঞ্চলে দুই ভাগ করে দুটি ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করে নয়াদিল্লি। গত এক বছর ধরে এখানে কেন্দ্রিয় সরকারের শাসন চলছে। আজাদ কাশ্মীরে পাকিস্তান সামরিক উপস্থিতি বাড়াবে কিনা বা সম্ভাব্য সকল ব্যবস্থার মধ্যে সামরিক ব্যবস্থা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে গফুর বলেন, পাকিস্তান সব ধরনের সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। ন্যায্য অধিকার আদায়ে ভারত অধিকৃত কাশ্মীরবাসীর সংগ্রামকে পাকিস্তান দৃঢ়ভাবে সমর্থন করে যাবে। ভারতীয় সংবিধানের ৩৭০ নং ধারার অধীনে ১৯৪৭ সাল থেকে বিশেষ অধিকার ভোগ করে আসছে কাশ্মীর। এই রাজ্যের নিজস্ব সংবিধান রয়েছে এবং প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ ছাড়া বাকি সব ক্ষেত্রে রাজ্যই সিদ্ধান্ত নিতে পারতো। সোমবার ভারতের প্রেসিডেন্ট ডিক্রি জারি করে সংবিধানের এই বিশেষ ধারা বাতিল করেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টের উচ্চ কক্ষে ১২৫-৬১ ভোটে প্রস্তাবটি পাস হয়। এতে জম্মু-কাশ্মীরকে দুই ভাগ করে দুটি ইউনিয়ন টেরিটরি করা হয়েছে। বিলটি এখনো নিম্নকক্ষে অনুমোদন হয়নি। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ