Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় আরো ৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ৬:০৪ পিএম

খুলনায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত আরো ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক জানান, খুলনা জেলায় এ পর্যন্ত ২২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি জানান, বর্তমানে খুলনার বিভিন্ন হাসপাতালে ১০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৩৭ জন মঙ্গলবার ভর্তি হয়েছেন। এ ছাড়া ১২১ জন হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ১০০ বেড চালু করা হয়েছে।
তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ওষুধের অভাব নেই। ভর্তি রোগীদের সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ