বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের শরণখোলায় আরো চার জনের শরীরে ডেঙ্গু সনাক্ত করা হয়েছে। গত চার দিনে এ নিয়ে উপজেলায় ডেঙ্গু জ্বরে সাত জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক খাদিজা নামে গৃহবধুর মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করে চার জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এরা হলেন, উপজেলার তাফালবাড়ি এলাকার গাউসুল হক ফরাজীর স্ত্রী মমতাজ বেগম (৫০), রাজৈর গ্রামের সবুর আকন (৬০), সোনাতলা গ্রামের মোহাম্মদ (০৪) ও নলবুনিয়া গ্রামের সাদিয়া বেগম (৫৫)। এর মধ্যে মমতাজ বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অপর তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, এর পূর্বে গত চার দিনে ডেঙ্গু সনাক্তকৃত তিনজনের মধ্যে খাদিজা বেগম নামে এ গৃহবধু খুলনার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।