Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্নখাতে উন্নতি হলেও শিক্ষারমান অবনতির দিকে যাচ্ছে : টিআইবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১:৪৬ পিএম

বাংলাদেশ সাম্প্রতিকালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) অালোকে বিভিন্নখাতে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে এবং শিক্ষার হার বৃদ্ধি করতে পেরেছে যা অান্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। এটা অামাদের জন্য অত্যন্ত গৌরবের। কিন্তু শিক্ষাখাতে যারা বিশেষজ্ঞ অাছেন তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়েছে যে, শিক্ষার গুণগতমান ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে এবং এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিঅাইবি) আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চাই তাহলে শিক্ষার গুণগতমান উন্নয়নের কোনো বিকল্প নেই। দেশের তরুণ সমাজও চায় দেশে শিক্ষার গুনগতমান উন্নয়ন হোক।

অান্তর্জাতিক যুব দিবস-২০১৯ উপলক্ষ্যে 'তারুণ্যের প্রত্যাশাঃ চাই গুণগত শিক্ষা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিআইবি এ মানববন্ধনের আয়োজন করে।

টিআইবি নির্বাহী পরিচালক অারো বলেন, অামরা যদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী সত্যিকার অর্থে সাফল্য অর্জন করতে চাই তাহলে তরুণ সমাজকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তাদের প্রতি কোনো করুনা নয় বরং তাদের অংশগ্রহণ করার মত একটা পরিবেশ তৈরি করে দিতে হবে।

তিনি অারো বলেন, বাংলাদেশের অতীত ইতিহাস এবং সাম্প্রতিক সময়ের নিরাপদ সড়ক অান্দোলন অথবা কোটা সংস্কার অান্দোলনে অামরা দেখেছি তরুণ সমাজ যখন নিজেদের হাতে দায়িত্ব তুলে নেয় বা দায়িত্ব পালন করার মত পরিবেশ পায়, তখন তারা অনেক কিছু করতে পারে। তাই তাদের সে জায়গায় যাওয়ার মত পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের।

তিনি বলেন, অাইনি কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোতে যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে সেটা বাকস্বাধীনতাকে রুদ্ধ করে, মানুষের মৌলিক অধিকারগুলোকে রুদ্ধ করে। এটা সংস্কার করতে হবে যাতে করে তরুণ সমাজ তাদের মত প্রকাশ এবং প্রতিবাদের মাধ্যমে তারা কী চায় সেগুলো প্রকাশ করতে পারে।

উক্ত মানববন্ধনে মানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে সরকার প্রতিশ্রুত টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি) অর্জনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে টিঅাইবি ও এর তরুণ অংশীজনেরা ১২টি সুপারিশ উপস্থাপন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিআইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ