Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার মহম্মদপুরে কৃষি জমিতে মিলল গ্যাসের সন্ধান

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১০:৫০ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলার রোনগর গ্রামের একটি কৃষি জমিতে গ্যাসের সন্ধান মিলেছে। স্যালো মেশিন বসানোর জন্য বোরিং করার সময় এ গ্যাসের সন্ধান মেলে। সোমবার বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক জনতা ভিড় করতে থাকে।

জানা যায়, রোনগর গ্রামের জাফর মিয়ার জমিতে এ ঘটনা চলছে। দুই সপ্তাহ পূর্বে বৃহস্পতিবার তিনি স্যালো মেশিন বসানোর জন্য বোরিং করার কাজ সময় পাইপ দিয়ে পানির বদলে গ্যাস উঠতে শুরু করে। সেখানে আগুন ধরিয়ে দিলে তা জ্বলতে থাকে। পরে জমির বর্গা চাষী আব্দুল হালিম ভয়ে পাইপ উঠিয়ে মাটি দিয়ে চাপা দেন। এরপরও ওই বোরিং দিয়ে গ্যাস উঠে আগুন জ্বলতে থাকলে উৎসুক জনতার ভিড় পড়ে।

বিষয়টি উপজেলার উর্দ্ধতন কর্তৃপক্ষ অবহিত করা হয়েছে বলে এলাকাবাসী জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাসের সন্ধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ