Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এডিস মশা ধ্বংসে চসিকের সহযোগিতা নেয়ার আহবান মেয়রের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

 ডেঙ্গু রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে এডিস মশার প্রজনন স্থান ধ্বংসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সহযোগিতা নেয়ার আহŸান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল এক বিবৃতিতে মেয়র নাছির বলেন, ডেঙ্গু রোগ মহামারি আকার ধারণ করার আগেই নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ঢাকার তুলনায় চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা কম। ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত না হয়ে চসিকের পরিচ্ছন্ন কর্মীরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। নগরবাসীকে সংশ্লিষ্ট কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (মোবাইল নং- ০১৭১২২৫২৬১৫, ০১৮৪২১৯৯১৯৯), অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (মোবাইল নং- ০১৬৭৫২১৮৪৮৫) এবং চসিক হটলাইন নম্বর ১৬১০৪ যোগাযোগ করে সহযোগিতা নেয়ার আহŸান জানান মেয়র। এছাড়া জ্বর আক্রান্ত হলে কর্পোরেশনের ৪১ ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা এবং চসিক জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু জ্বর পরীক্ষা ও চিকিৎসাসহ সেবা গ্রহণের জন্যও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন অনুরোধ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ