Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদিনার মসজিদে নববী সা. জিয়ারত

মাওলানা এম. এ. মান্নান (রহ.) | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম | আপডেট : ১২:০৫ এএম, ৬ আগস্ট, ২০১৯

নবুয়তের ত্রয়োদশ বর্ষে ৮ রবিউল আওয়াল মোতাবেক ২০ সেপ্টেম্বর ৬২২ খ্রিষ্টাব্দে রাসূলে পাক (সা:)-এর কদম মোবারক ‘ইয়াসরিব’-এর মাটি স্পর্শ করার মধ্য দিয়ে এই স্থানের মর্যাদা পৃথিবীর মানচিত্রে এক বিশেষ পবিত্রতম স্থানে রূপান্তরিত হয়। এই গৌরব, এই মর্যাদা, এই পবিত্রতা শুধুমাত্র আকায়ে নামদার তাজেদারে মদিনা, নূরে মুজাচ্ছাম, সরদারে দু’জাহা সাইয়্যেদুল মুরছালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পদধূলির বরকতেই সম্ভব হয়েছে। মদিনা মোনাওয়ারার এই সম্মান ও গৌরবের পেছনে আরো অনেক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিম্নরূপ :

১. সমস্ত পৃথিবী যখন রাসূলে পাক (সা:)-এর বিরুদ্ধে; কোথাও এতটুকু আশ্রয় দেয়ার কেউ ছিল না। নবুয়তের সুদীর্ঘ তেরটি বছর অক্লান্ত পরিশ্রম করে যে কয়জনকে আল্লাহ পাকের ‘অহদানিয়াত’- এর ওপর বিশ্বাস স্থাপন করাতে পেরেছিলেন, তাদের ওপরও নেমে এসেছিল অমানুষিক নির্যাতন। অতি আপনজন থেকেও যে নিষ্ঠুর অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে তা অকল্পনীয়। এই নিষ্ঠুর অত্যাচার থেকে রাসূলে পাকও (সা:) বাঁচতে পারেননি। ‘শিয়াবে আবু তালেব’ এ তিন বছর নির্বাসিত জীবনযাপন করে, খাদ্য ও পানীয়ের অভাবে সাহাবায়ে কেরামসহ অসহ্য যন্ত্রণা ভোগ করে, কঙ্কালসার হয়েও কাফেরদের মনে দয়ার উদ্রেক ঘটাতে সক্ষম হননি, ঠিক সেই সময় মদিনাবাসীদের মনে মানবতার মহান দায়িত্ববোধ জেগে ওঠে। তারা মক্কাবাসীদের নিষ্ঠুর নির্যাতনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাসূলে পাক (সা:) ও তাঁর সহচরদের আমন্ত্রণ জানান মদিনায় হিজরত করার। মদিনাবাসীদের সশ্রদ্ধা আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়ে রাসূলে পাক (সা:) মদিনায় হিজরত করেন।
২. মদিনা মোহাজেরদের আশ্রয়স্থানের গৌরব অর্জন করে।
৩. প্রতিটি যুদ্ধে মোহাজেরদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বতোভাবে সাহায্যে এগিয়ে আসেন।
৪. যেখানে কোরআন পাকে বহু সূরা নাজিল হয়।
৫. এখান থেকেই কোরআন পাককে একত্রিত করে লিপিবদ্ধ করে সারা দুনিয়ায় ছড়িয়ে দেয়া হয়।
৬. এই মদিনায়ই দু’জাহানের বাদশাহ রাসূলে পাক (সা:) চিরদিনের মতো শায়িত আছেন।
৭. এই মদিনা থেকেই সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেয়া হয়।
৮. এই মদিনা থেকেই রাসূলে পাক (সা:) ইসলামের পরিপূর্ণতা দান করে, এই ‘দ্বারে ফানী’ থেকে ‘দ্বারে আখিরাতে’ তশরিফ নিয়ে যান। যাবার সময় তিনি আমাদের জন্য দু’টি জিনিস রেখে যান এবং বলে যান যে, ‘এই দু’টি জিনিস আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনও বিপথগামী হবে না। সেই মহান জিনিস দু’টি হলো, আল্লাহ পাকের কালাম-পবিত্র কোরআন এবং রাসূলে খোদা (সা:)-এর অমিয়বাণী-আল হাদিস।’

৯. এখানেই রাসূলে পাক (সা:)-এর নিজ হাতে গড়া মসজিদ, মসজিদে নববী আল্লাহর ঘর কাবার পরই যার মর্যাদা।
পবিত্র মদিনার নামসমূহ : ১. তাইয়্যেবা, ২. বাইতে রাসূলুল্লাহ, ৩. আল মুসালিমাতুল আহবুবিয়া, ৪. দারুল ফাতাহ, ৫. হারামে রাসূলুল্লাহ, ৬. জাতুন নখল, ৭. ছায়েদাতুল বুলদান, ৮. আল বারা, ৯. আল জাবেরা, ১০. আল মুখতারা, ১১. কুব্বাতুল ইসলাম, ১২. কালবুল ঈমান, ১৩. দারুল আবরার, ১৪. আল মুমিনা, ১৫. দারুস সুন্নাত, ১৬. দারুল আখইয়ার, ১৭. দারুল হাসিনা, ১৮. জাতুল হারারাত, ১৯. আল মুবারাকা ইত্যাদি

মসজিদে নববীর ইতিহাস : মসজিদে নববীর স্থান নির্বাচনের পেছনে একটি সুন্দর ইতিহাস আছে। রাসূলে পাক (সা:) যখন মদিনায় আগমন করছিলেন, তখন পথিমধ্যে প্রতিটি গোত্রের অধিপতিগণ অনুনয় ও বিনয় সহকারে বলতেন, ‘হুজুর (সা:) দয়া করে আমাদের এই দরিদ্রালয়ে পদধূলি দিয়ে কৃতার্থ করুন।’ হুজুরে পাক (সা:) হাসিমুখে সকলকে এই বলে বিদায় দিতেন যে, ‘আপনারা আমার ভাই, সবাই আমার নিকট সমান আদরণীয়। তবে আমার অবস্থান করাটা এখন আল্লাহর হাতে।’ এভাবে মধুর কণ্ঠে বলতেন, ‘সাল্লু ছাবিলাহা ফা ইন্নাহা মামুরাতুন।’ অর্থাৎ- ‘উস্ট্রীটিকে যেতে দিন, সে হুকুম প্রাপ্তা। সে আপন ইচ্ছায় যেখানে গিয়ে থামবে আমি সেখানেই অবস্থান করব।’ এই বলে নবীজী (সা:) অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাবার পর নবীজী (সা:)- এর মাতুল ইবনে নাজারের বস্তির পাশে গিয়ে উটনী থেমে গেল। কিন্তু উটনীর হাবভাবে বোঝা গেল যে, সে যেন সন্দেহে পড়েছে। কিছুক্ষণ এদিক-সেদিক তাকিয়ে আবার কিছু দূর এগিয়ে গেল। সন্দেহ তখনও তার কাটছিল না, হঠাৎ দাঁড়িয়ে কিছুক্ষণ পেছনের দিকে তাকিয়ে আবার পূর্ব স্থানে গিয়েই বসে পড়ল। এবার তার আর কোনো সন্দেহ নেই। সে নিশ্চিত যে, এটিই হলো তার কাক্সিক্ষত স্থান। পাশেই ছিল হযরত আবু আইয়ূব আনছারী (রা:)- এর বাড়ি। ভাগ্য তাঁর আজ সুপ্রসন্ন। তিনি আনন্দে আত্মহারা। দৌড়ে এসে নবীজীর সামান নামাতে লেগে গেলেন। নবীজী তার বাড়িতে উঠে এলেন এবং কিছু দিন এখানেই অবস্থান করলেন। এখানে উটনী কেন থেমেছিল তার উত্তর দেয়া কঠিন হলেও নিন্মে বর্ণিত ইতিহাসটি কিছুটা হলেও সেই রহস্যের জট খুলতে সাহায্য করবে।
(আলহাজ মাওলানা এম. এ. মান্নান (রহ:)-এর রচনাবলি হতে সংগৃহীত)



 

Show all comments
  • মাহিন আদনান ৬ আগস্ট, ২০১৯, ২:১৮ এএম says : 0
    হজ ও ওমরা পালনকারীদের মদিনা আসার একমাত্র উদ্দেশ্য হলো- নবী করিম (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করা, রওজায় সালাম পেশ করা।হাদিস ও ফিকাহের গ্রন্থগুলোতে এ বিষয়ে প্রচুর নির্দেশনা রয়েছে। ইসলামি স্কলারদের মতে, মদিনায় আসা ইবাদতের অংশবিশেষ।
    Total Reply(0) Reply
  • মোঃ জামান হোসেন জন ৬ আগস্ট, ২০১৯, ২:১৮ এএম says : 0
    হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার রওজা জিয়ারত করলো, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়েগেলো। -সহিহ মুসলিম
    Total Reply(0) Reply
  • নাহিয়ান ৬ আগস্ট, ২০১৯, ২:১৯ এএম says : 0
    ইসলামি স্কলারদের মতে, হাজির জন্য মদিনা শরিফ জিয়ারত করা সুন্নত। অনেকে ওয়াজিবও বলে থাকেন।
    Total Reply(0) Reply
  • মোঃ আজহার রুবেল ৬ আগস্ট, ২০১৯, ২:১৯ এএম says : 0
    মসজিদে নববিতে এক রাকাত নামাজের সওয়াব পঞ্চাশ হাজার রাকাত নামাজের সমান। এছাড়া মসজিদে নববীতে বিরতিহীনভাবে ৪০ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের আলাদা ফজিলত রয়েছে।
    Total Reply(0) Reply
  • মোঃ আজহার রুবেল ৬ আগস্ট, ২০১৯, ২:১৯ এএম says : 0
    মসজিদে নববিতে এক রাকাত নামাজের সওয়াব পঞ্চাশ হাজার রাকাত নামাজের সমান। এছাড়া মসজিদে নববীতে বিরতিহীনভাবে ৪০ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের আলাদা ফজিলত রয়েছে।
    Total Reply(0) Reply
  • মোঃ আজহার রুবেল ৬ আগস্ট, ২০১৯, ২:১৯ এএম says : 0
    মসজিদে নববিতে এক রাকাত নামাজের সওয়াব পঞ্চাশ হাজার রাকাত নামাজের সমান। এছাড়া মসজিদে নববীতে বিরতিহীনভাবে ৪০ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের আলাদা ফজিলত রয়েছে।
    Total Reply(0) Reply
  • তাইজুল ৬ আগস্ট, ২০১৯, ২:২০ এএম says : 0
    হযরত রাসূলুল্লাহ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের ফজিলত প্রসঙ্গে বলা হয়েছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-এর ওফাতের পর তার রওজা মোবারক জিয়ারতে করলো, সে যেন রাসূলুল্লাহ (সা.) কে জীবদ্দশায় দশন করলো।
    Total Reply(0) Reply
  • সোয়েব আহমেদ ৬ আগস্ট, ২০১৯, ২:২০ এএম says : 0
    নিয়ার সব কবরের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে বেশি জিয়ারতের উপযুক্ত স্থান হলো- রাসূলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক। তাই এর উদ্দেশে সফর করা উত্তম। এ কথার ওপর পূর্বাপর সব উলামায়ে কেরামের ঐকমত্য রয়েছে।
    Total Reply(0) Reply
  • সাইফ ৬ আগস্ট, ২০১৯, ১০:০১ এএম says : 0
    হে রাহমাতুল্লিল আলামিন, দুনিয়ায় এশে বিশ্ব ভ্রম্মান্ডের ভাগ্যের দুয়ার খুলে দিলেন, দ্বীনে হাক্ক এর দাওয়াত দিয়ে মুসলমমানদের ভাগ্যের দুয়ার খুলে দিলেন, মদিনায় গিয়ে মদিনা বাসির ভাগ্যের দুয়ার খুলে দিলেন আবু আইয়ুব আনসারির ঘরে উঠে তাঁর ভাগ্যের দুয়ার খুলে দিলেন। দুনিয়া থেকে বিদায় নিয়েও আপনার ফায়েজ আল্লাহ্‌ পাক দুনিয়াতে জারি রেখেছেন কবরে গিয়ে কবর বাসি উম্মতের ভাগ্যের দুয়ার খুলে দিলেন। যতদিন মহান খোদায়ে পাক এর খোদায়ী ছলে ততদিন বর্শে আমার সালাম আপনার (সাঃ) উপর আপনার পরিবারের উপর, আপনার সাহাবীদের উপর, এবং সকল উম্মতের উপর। আল্লাহ্‌ পাক জনাব মাওলানা এম. এ. মান্নান (রহ.) এর প্রতি রহম করুন। ইনকিলাব এর সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন