পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো বাড়ি বা স্থাপনা ভাড়া নিতে পারবে না। অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের এ নিয়ন্ত্রণ সংস্থা। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সোমবার (৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানসমূহের বাড়ি ভাড়া সংক্রান্ত প্রথম চুক্তির মেয়াদ হবে সর্বনিম্ন ৩ বছর এবং নবায়নের চুক্তির মেয়াদ হবে সর্বনিম্ন ২ বছর।
বিদ্যমান চুক্তির মেয়াদ শেষে নবায়নের ক্ষেত্রে ২ বছরের জন্য ভাড়া বৃদ্ধির হার ১০ শতাংশের বেশি এবং ৩ বছর বা তার চেয়ে বেশি সময়ের ক্ষেত্রে ১৫ শতাংশের বেশি হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।