মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতালিতে একটি পোষা কুকুরের প্রাণ রক্ষা করে প্রশংসায় সিক্ত হলেন দেশটির কয়েকজন পুলিশ। ওই পুলিশ সদস্যরা একটি গাড়ির গ্লাস ভেঙে কুকুরটির প্রাণ রক্ষা করেন। সম্প্রতি ঘটনাটির ভিডিও ফুটেজ ভাইরাল হলে দেশটিতে বেশ আলোড়ন সৃষ্টি হয়। এজন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি আন্তরিক তাদেরকে ধন্যবাদ জানান।
ভিডিওতে দেখা যায়, গাড়ির মালিক গাড়ি পার্কিং করে কুকুরটিকে ভিতরে রেখে কোথায় যেন গেছেন। এর মধ্যে ৪০ ডিগ্রি তাপমাত্রায় থাকা কুকুরটি প্রচন্ড তাপে ছটফট করছিল। এ দৃশ্য কর্তব্যরত পুলিশের নজরে এলে গাড়ির মালিককে খুঁজে না পেয়ে তাৎক্ষণিক গাড়ির এক পাশের গ্লাস ভেঙে কুকুরটির প্রাণ রক্ষা করেন।
স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান এটি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অন্যদিকে কুকুরের প্রাণ রক্ষা করায় ইতালিতে বেশ তোলপাড় সৃষ্টি হয়। একই সঙ্গে গাড়ির মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি চারপাশে এ ধরনের সহিংস ঘটনার জন্য মেইল করতে বলা হয়েছে। সূত্র : দ্য টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।