Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে প্রাক্তন সৈনিক ক্লাবে জুয়ার আসর, ১৬ জুয়াড়ী আটক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ৫:১২ পিএম

 

সিলেট নগরীর লামাবাজার এলাকার মদন মোহন কলেজ সংলগ্ন প্রাক্তন সৈনিক ক্লাব থেকে জুয়া খেলারত অবস্থায় ১৬ জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব-৯। এসময় নগদ ১ লাখ ১৯ হাজার ২৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, সুনামগঞ্জের ছাতক থানার পীরপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. নাসির উদ্দিন (৩০), নগরীর সুবহানীঘাট, মুবনপচ এলাকার মৃত আ. মোতালেবের ছেলে মো. আলী জিন্নাহ (৪৭), নগরীর বাঘবাড়ি শেখঘাট এলাকার মৃত আ. হালিমের ছেলে মো. বাবুল মিয়া (৪৫), নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকার আবদুল খালিকের ছেলে রফিক আহম্মদ (৩৮), দক্ষিণ সুরমা এলাকার ভার্থখোলা এলাকার মৃত ছিদ্দিক উল্লাহ’র ছেলে বাদশা মিয়া (৫৫), নগরীর জালালী এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে ছালেক আহমেদ (৪৫), নগরীর শেখঘাট, কলাপাড়া এলাকার মৃত আবদুল খালেকের ছেলে জুবেল আহম্মদ (৫০), এসএমপির জালালাবাদ থানার মইয়ারচর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে আকবর হোসেন (৪২), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার জগদীসপুর গ্রামের মৃত ইয়াকুত আলীর ছেলে সমীর উদ্দির (৩২), নগরীর কাজিরবাজার এলাকার বোলু মিয়ার ছেলে সাজীদ মিয়া (৩৫), সুনামগঞ্জের ছাতক থানার মৌলবিরগাঁও গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. সোয়েব আহম্মদ (৪০), এসএমপির জালালাবাদ থানার পূর্ব জাঙ্গাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৯), সুনামগঞ্জের দোয়ারাবাজারের ইদোনপুর গ্রামের মৃত তারু মিয়ার ছেলে আব্দুল শহীদ (৪৫), নগরীর শেখঘাট খোলাপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. আব্দুর রশিদ (৩২), সুনামগঞ্জ জেলার ছাতক থানার রাজারগাঁও গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. ফরিদ (৩৫) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার পীরপুর গ্রামের মৃত ওহাব আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৪)।
এদিকে উদ্ধারকৃত টাকা ও জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেপ্তারকৃত আসামীদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ