বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের শরণখোলায় বাস চাপায় ভ্যানচালক সহ চারজন গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় আহত চারজনকে প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজরের পাঁচ রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, উপজেলার গোলবুনিয়া গ্রামের ফুলমিয়ার ছেলে ভ্যান চালক প্রতিবন্দী সবুর (৪৫), খোন্তাকাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাকিব হোসেন (১৬), কদমতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল (২৩) এবং কদমতলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, তাফালবাড়ি থেকে মোরেলগঞ্জগামী মাহফুজ নামের চট্রগ্রাম-জ ১৩৭১ নাম্বারবাহী যাত্রীবাহী বাস ওই সময়ে বেপরোয়া গতিতে পাঁচ রাস্তার মোড়ে একটি অটো ভ্যানের উপর উঠিয়ে দেয়। এতে ভ্যান চালক প্রতিবন্দী সবুরের ২টি পা ভেঙ্গে যায় এবং তিন যাত্রী গুরতর আহত হন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিকে ভাংচুর করে এবং আগুন দেয়ার চেস্টা করে। খবর পেয়ে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস ও থানা পুলিশের একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পরপরই ড্রাইভার পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।