বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে মাহবুব(৩৫)নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে। পরিবারের লোকজন জানায়,প্রায় দুই বছর পূর্বে উপজেলার তক্তারচালা পাটজাগ এলাকার আয়নালের পুত্র মাহবুবের সাথে একই উপজেলার রতনপুর এলাকার দেলোয়ারের মেয়ে লিপির বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে মরিয়ম নামে আড়াই মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর লিপি রতনপুর বাপের বাড়ি গেলে সহজে শ^শুর বাড়ি আসতো না। শালিসী দরবার করে থানা পুলিশের মাধ্যমে লিপিকে শ^শুর বাড়ি নিয়ে আসে স্বামী মাহবুব। সর্বশেষ গত শনিবার লিপিকে তার বাপের বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে মাহবুব। মাহবুব দীর্ঘদিন প্রবাসে ছিল। রবিবার রাত ১২টার দিকে লিপির চিৎকারে আশে-পাশের লোকজন বাড়িতে গিয়ে দেখে মাহবুব মেঝেতে পড়ে রয়েছে। লিপি জানায় তার স্বামী ঘরের ধর্নার সাথে ফাঁসি দিয়েছিল,লিপি তাঁর স্বামীকে ফাঁসিতে ঝুলতে দেখে দড়ি কেটে স্বামী মাহবুবকে সে নামায়। মাহবুবের বড় ভাই আ.মান্নান জানায়,লিপি লোকজন ভাড়া করে আমার ভাই মাহবুবকে হত্যা করেছে। আমি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করবো। স্থানীয় ইউপি সদস্য শামীম ঘটনার সত্যতা স্বীকার করেছে। সখিপুর থানার এসআই ওবায়দুল্লাহ বলেন,থানায় মামলা হবার পর,প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মো.শরীফুল ইসলাম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।