Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লংকাবাংলা গ্রাহকদের জন্য নিয়ে এলো টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ড

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড এবং মাস্টারকার্ড দেশের গ্রাহকদের জন্য নতুন একটি ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিয়েছে। লংকাবাংলা টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ডধারীরা মাস্টারকার্ডের ১২০০-এরও বেশি পার্টনার মার্চেন্টের নেটওয়ার্কে মূল্যছাড়সহ অসাধারণ কিছু সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও লংকাবাংলা এই নতুন কার্ডের আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা দিতে তাদের পার্টনার নেটওয়ার্ককে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাচ্ছে। গত সোমবার লংকাবাংলা টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেল ফিন্যান্সের প্রধান খুরশেদ আলম, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি দত্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, আমরা লংকাবাংলার পক্ষ থেকে সব সময়ই গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টির জন্য বিস্তৃত পরিসরে সেবা দেওয়ার চেষ্টা করে থাকি, যাতে তাঁদের জীবন স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে। মাস্টারকার্ডের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা আশা করি, মাস্টারকার্ডের সাথে আমাদের এই অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, আমরা ধারাবাহিকভাবে আমাদের গ্রাহকদের পছন্দ ও চাহিদার আলোকে অত্যন্ত সুবিধাজনক ও সম্পূর্ণ নিরাপদ নেটওয়ার্কের আওতায় ব্যাপক সুযোগ-সুবিধা সংবলিত সর্বাধুনিক পণ্যের প্রচলন করে থাকি। দেশে আর্থিক সেবা প্রদানে একটি শীর্ষস্থানীয় ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের যথেষ্ট সুনাম রয়েছে। বর্তমান দ্রুত গতিময় জীবনধারার যুগে গ্রাহকদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী আমরা লংকাবাংলার সহযোগিতায় টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের মতো একটি কার্ড চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই কার্ড ব্যবহারকারী গ্রাহকের দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটলে তাঁর ওয়ারিশগণ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। টাইটেনিয়াম কার্ডধারীরা কক্সবাজার ও সিলেটের শীর্ষস্থানীয় হোটেল-রিসোর্টগুলোতে বাই-ওয়ান-গেট-ওয়ান ফ্রি অর্থাৎ হোটেলে অতিরিক্ত রাত বিনামূল্যে থাকার সুবিধাও উপভোগ করতে পারবেন। এ ছাড়া গ্রাহকেরা লংকাবাংলার ইজি-পে ইন্সটলমেন্ট স্কিমের আওতায় শূন্য শতাংশ (০%) সুদে ১২ মাস পর্যন্ত টাকা পরিশোধের সুযোগ পাবেন, বছরব্যাপী ক্যাশ-ব্যাক সুবিধা এবং বছরে ১২টি লেনদেন করলে সম্পূর্ণ বিনামূল্যে কার্ড নবায়নের সুবিধাও পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লংকাবাংলা গ্রাহকদের জন্য নিয়ে এলো টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ