Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান

সমন্বয় সভায় চসিক মেয়র নাছির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহŸান জানিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সিটি কর্পোরেশন অনেক আগে থেকে নগরবাসীকে সচেতন করতে কাজ শুরু করেছে। ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং, ঘরে ঘরে লিফলেট বিলি, বিনামূল্যে নগরস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা দিচ্ছে। চসিক জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু যতদিন থাকবে ততদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে। গতকাল (রোববার) ডেঙ্গু রোগ প্রতিরোধে এক সমন্বয় সভা সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র নাছির আরও বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত ২৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। নগরীর নির্মাণাধীন ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন আছে কিনা তা তদারকির জন্য চসিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এ সমস্ত ভবন সমূহের ছাদ, কার্নিশ, রিজার্ভার, ফুলের টব, ছাদবাগানে পানি জমে থাকলে সঙ্গে সঙ্গে জরিমানা করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে এ অভিযান শুরু হবে বলে তিনি জানান।

সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বক্তব্য রাখেন।
এদিকে চসিক পূজা উদযাপন পরিষদকে সাড়ে ২৩ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ