Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গায়ক গাধা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

প্রাণীর প্রতি মানুষের ভালোবাসার গল্পটা নতুন কিছু নয়। তবে এমন গল্পে নতুন মাত্রা যোগ করেছেন ট্র্যাভিস কিনলে আর তার গাধা ‘নাথান।’

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সুমটারের বাসিন্দা ট্র্যাভিস। সপ্তাহখানেক আগের কথা। ফুরফুরে মেজাজে কাটছিল সময়। হুট করে ইচ্ছে হলো গলা ছেড়ে গাইতে। নিজের সেলফি ক্যামেরা অন করে গাওয়া শুরু করলেন। গাইতে থাকেন ডিজনি ক্ল্যাসিক ‘দ্য লায়ন কিং’ ছবির সার্কেল অব লাইফ।

কয়েক মূহূর্ত না যেতেই খেয়াল করলেন, তার সঙ্গে গলা মেলালেন গাধা ‘নাথান।’ কিনলে জানান, ‘আমি ভাবতেও পারিনি নাথান এভাবে ডেকে উঠে সুর মেলাবে। আমি একটু অবাক হয়েছি তার এমন ডাকাডাকিতে।’
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন কিনলে। আর তাতেই গাধার গান শোনার হিড়িক লেগেছে। এরমধ্যে ৩৬ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। সূত্র : ডয়েচ ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ