Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে দুইশ’ বোতল ফেনসিডিলসহ ৫জন র‌্যাবের হাতে আটক

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ৬:৪১ পিএম

ঢাকার কেরানীগঞ্জে দুই”শ বোতল ফেনিসিডিলসহ ৫জনকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হচ্ছে মোঃ হাসান(৪২),মোঃ কামরুল ইসলাম(৪৯),মোঃ বেল্লাল হোসেন(৩৮),মোঃ ছানোয়ার হোসে(৩৫) ও খায়রুন নেছা (৩৫)। আজ রবিবার(৪আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বংশাল থানার ৯০ নাজিরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এবং স্কোয়াড কমান্ডার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে রাজধানীর বংশাল থানার ৯০ নাজিরাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুই’শ বোতল ফেনসিডিলসহ ওই ৫জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আরো উদ্ধার করা হয় ৫টি মোবাইলসেট এবং নগদ চার হাজার এক’শ টাকা।আটক মোঃ হাসানের বাবার নাম মৃত ময়েজ উদ্দিন । বাড়ি নওগা জেলার মহাদেবপুর থানার সরাইল গ্রামে, কামরুল ইসলামের বাবার নাম মৃত নজরুল ইসলাম । বাড়ি রাজধানী বংশাল থানার ৯০নাজিরাবাজার এলাকায়। মোঃ বেল্লাল হোসেনের বাবার নাম নাসির উদ্দিন। বাড়ি নওগা জেলার পতিœতলা থানার হোসেন নগর গ্রামে। মোঃ ছানোয়ার হোসেনের বাবার নাম মৃতঃ কাউছার মন্ডল। বাড়ি নওগা জেলার মহাদেবপুর থানার কালনা কাটা বাড়ী গ্রামে এবং খায়রুন নেছার বাবার নাম মৃত মজিদ হাওলাদার । সে রাজধানীর বংশালের নাজিরাবাজার এলাকার কামরুলের বাড়ির ভাড়াটিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসহ আটক

৭ এপ্রিল, ২০২২
১০ আগস্ট, ২০২১
১৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ