Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে ২৮ জনের ডেঙ্গু সনাক্ত

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ২:৪১ পিএম

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে ২৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। অন্যরা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে রাজাপুর উপজেলাতে। এছাড়াও ঢাকা থেকে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন। 

চিকিৎসকরা জানায়, গত এক সপ্তাহে ঝালকাঠি সদর হাসপাতালে দুইজন, রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১২জন এবং  নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি হয়েছেন। 

ঝালকাঠি সদর হাসপাততালে ডেঙ্গু আক্রান্তদের পরীক্ষা-নিরিক্ষার ব্যবস্থা থাকলেও উপজেলা পর্যায়ে সকল ধরনের পরীক্ষার কোন সুযোগ না থাকায় দুর্ভোগে পড়েছেন জ্বরে আক্রান্ত মানুষ। 

সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পর্যপ্ত মশারির ব্যবস্থা করা হয়েছে। গুরুতর অবস্থায় কেউ আসলে তাকে বরিশাল পাঠানো হয়। 

 

SvjKvwV‡Z 28 R‡bi †W½y mbv³

SvjKvwV †Rjv msev``vZv

SvjKvwV‡Z evo‡Q †W½y R¡‡i AvµvšÍ †ivMxi msL¨v| †Rjvq GLb ch©šÍ †W½y R¡‡i 28 Rb AvµvšÍ n‡q‡Qb| G‡`i g‡a¨ miKvwi nvmcvZv‡j wPwKrmvaxb i‡q‡Qb 15 Rb| Ab¨iv †emiKvwi wK¬wb‡K wPwKrmv wb‡”Qb| me‡P‡q †ewk †W½y AvµvšÍ n‡q‡Q ivRvcyi Dc‡Rjv‡Z| GQvovI XvKv †_‡K AvµvšÍ n‡q ¯’vbxq nvmcvZv‡j fwZ© n‡q‡Qb wZbRb|

wPwKrmKiv Rvbvq, MZ GK mßv‡n SvjKvwV m`i nvmcvZv‡j `yBRb, ivRvcyi ¯^v¯’¨ Kg‡cø‡· 12Rb Ges  bjwQwU ¯^v¯’¨ Kg‡cø‡· GKRb †ivMx fwZ© n‡q‡Qb|

SvjKvwV m`i nvmcvZZv‡j †W½y AvµvšÍ‡`i cixÿv-wbwiÿvi e¨e¯’v _vK‡jI Dc‡Rjv ch©v‡q mKj ai‡bi cixÿvi †Kvb my‡hvM bv _vKvq `y‡f©v‡M c‡o‡Qb R¡‡i AvµvšÍ gvbyl|

wmwfj mvR©b k¨vgj K…ò nvIjv`vi Rvbvb, †W½y R¡‡i AvµvšÍ‡`i wPwKrmv m`i nvmcvZvjmn Dc‡Rjv ¯^v¯’¨ Kg‡cø‡· i‡q‡Q| ch©ß gkvwii e¨e¯’v Kiv n‡q‡Q| ¸iæZi Ae¯’vq †KD Avm‡j Zv‡K ewikvj cvVv‡bv nq|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ