Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

ভেড়ামারা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১:৫৭ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম রবি (৩০)।

রোববার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহত রবি চিলমারী ইউনিয়নের হায়দারেরচর গ্রামের জানু মণ্ডলের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, একদল চোরাকারবারি ভারত থেকে চোরাপথে ১৫৭ সীমান্ত পিলারসংলগ্ন চরপাড়া সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার করে আনছিলেন।

তার অভিযোগ, ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ বাউসমারী ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রবি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এতে অপর চোরাকারবারিরা পালিয়ে আসেন। তবে বিএসএফের গুলিতে রবি নিহত হওয়ার বিষয়টি বিজিবি অস্বীকার করেছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ মহিষকুণ্ডি বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় রবি নিহত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফের গুলিতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ