Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে আসছে অবসকিউরের নতুন অ্যালবাম

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড অবসকিউর-এর নতুন অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। ইতোমধ্যে অ্যালবামের দুটি গানের আংশিক প্রকাশ হয়েছে অনলাইনে। গান শেয়ারিংয়ের মাধ্যম সাউন্ডক্লাউডে প্রকাশ হয়েছে এগুলো। গান দুটি হলো ক্র্যাক প্লাটুন ও পরোয়ানা। ব্যান্ডের প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু জানান, ঈদেই অ্যালবামটি বাজারে আসবে। আশা করছি, রোজার শেষ সপ্তাহে এটি প্রকাশ হবে। এতে আটটি গান থাকছে। এর মধ্যে দুটি গান দেশকে নিয়ে। বাকিগুলোতে চিরচেনা অবসকিউরকে পাওয়া যাবে। তিনি জানান ক্র্যাক প্লাটুন গানটিতে সাত বীরশ্রেষ্ঠকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নতুন এ অ্যালবামের জন্য গান লিখেছেন অমিত গোস্বামী, মোস্তফা মাহমুদ, তানজিল রহমান, আবুল হাসনাৎ মিল্টন ও টিপু নিজেই। অ্যালবামটি বাজারে আনছে সাউন্ডটেক। উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে প্রকাশিত হয়েছিল অবসকিউরের ১০ম অ্যালবাম ‘মাঝরাতে চাঁদ’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে আসছে অবসকিউরের নতুন অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ