বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুসলিম লীগের নেতৃবৃন্দ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ডেঙ্গু মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মহামারি আকারের দিকে গড়াচ্ছে। কর্তৃপক্ষ অকার্যকর মশার ঔষধের স্থলে নতুন কার্যকরী ঔষধ কবে আনবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না। দেশের প্রতিটি মানুষ আজ ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত। নেতৃবৃন্দ অবিলম্বে ডেঙ্গু পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করে মহামারি ঠেকানোর পদক্ষেপ নিতে সরকারের নিকট জোর দাবি জানান।
গতকাল শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে বাংলাদেশ মুসলিম লীগের ৪৩তম পুর্নগঠন বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, খোন্দকার জিল্লুর রহমান, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, আনোয়ার হোসেন আবুড়ী ও কাজী এ.এ কাফী। নেতৃবৃন্দ বলেন, আধুনিক প্রযুক্তির যুগে ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে সক্ষম না হওয়ার কারণ কি তা জাতি জানতে চায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।