প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতরে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে সাতদিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। এই আয়োজনের একটি বড় অংশ জুড়ে থাকবে বাংলা চলচ্চিত্র। এবারের ঈদকে দর্শকদের মনে আরও রাঙ্গিয়ে দিতে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার জনপ্রিয় ৭টি চলচ্চিত্র একুশে টেলিভিশনের পর্দায় প্রচার করা হবে। চলচ্চিত্রগুলো হচ্ছে ১) পোড়া মন ২) আশিকী, ৩) অগ্নি, ৪) দেশা, ৫) অন্যরকম ভালোবাসা, ৬) ভালোবাসা আজকাল এবং ৭) দবির সাহেবের সংসার। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এসময় একুশে টেলিভিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, হেড অব নিউজ এন্ড কারেন্ট এ্যাফেয়ারস রাশেদ চৌধুরি, মহাব্যবস্থাপক প্রশাসন ও মানবসম্পদ লে. কর্নেল (আব.) মনোয়ান হোসেন, হেড আব মার্কেটিং আমজাদ হোসেন আরজু, অনুষ্ঠান প্রধান ফারহানা নিশোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাজ মাল্টিমিডিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ, সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য পরিবর্তনে অঙ্গীকার বদ্ধ একুশে টেলিভিশন এবারের ঈদ-উল-ফিতরে জনপ্রিয় চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশের স্বনামধন্য নির্মাতা এবং প্রথম সারির অভিনেতাদের দ্বারা নির্মিত ৭টি একক নাটক, ৭টি টেলিফিল্ম, ৩টি ধারাবাহিক, জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে ৭দিনের স্টুডিও কনসার্ট এবং ভিন্নধর্মী ইনহাউজ অনুষ্ঠান দর্শকদের বিনোদনের খোরাক জোগাবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।