Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পটুয়াখালীতে এ পর্যন্ত ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি

ডেঙ্গু প্রতিরোধে জেলা আওয়ামীলীগের লিফলেট বিতরণ

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ৮:২৭ পিএম

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আওয়ামীলীগের প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ ৩ আগস্ট নিউমার্কেটের প্রধান গেটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা-কর্মী। নিউমার্কেট থেকে সদর রোড হয়ে লঞ্চঘাট এবং লঞ্চঘাট থেকে কাটপট্রি মোড় পর্যন্ত সড়ক পাশে দোকানীসহ পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করনীয় সম্পর্কিত লেখা লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

এ ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ পৌরসভার কাউন্সিলরদেরসহ শতাধিক পরিচ্ছন্ন কর্মী নিয়ে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী ও সরকারী জুবিলী স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কচুরিপানা ও ঝোপ জঙ্গল কেটে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে মশা নিধন ঔষধ প্রয়োগ করা হয়।
প্রকাশ, পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬জনকে বরিশাল মেডিকেল কলেজসহ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ