Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ থিয়েটার আর্ট ইউনিটের নাটক আমিনা সুন্দরী

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক আমিনা সুন্দরী। এটি নাটকটির ৮১ তম প্রদর্শনী। চট্টগ্রামের তিনশ’ বছরের পুরোনো লোকগাঁথা নছর মালুম ও ভেলুয়া সুন্দর অবলম্বনে ‘আমিনা সুন্দরী’ নাটকটি লিখেছেন প্রয়াত নাট্যবক্তিত্ব এসএম সোলায়মান। রোকেয়া রফিকের নির্দেশনায় ঢাকার মঞ্চের নন্দিত নাটকটি দেশ-বিদেশে মঞ্চায়িত হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। থিয়েটার আর্টের এই মিউজিক্যাল ড্রামাটির প্রথম প্রদর্শনী হয়েছিল ২০০৭ সালে। নির্দেশক রোকেয়া রফিক বলেন, তিনশ’ বছর আগের কাহিনী হলেও এটাকে কোনো নির্দিষ্ট সময়ের গল্প বলে মনে করি না। সবকালে পৃথিবীর সব প্রান্তেই এ গল্প সত্যনিষ্ঠ। এক আমিনার গল্পে নাটকটিতে তুলে ধরা হয়েছে নারীর শত বছরের জীবনবঞ্চনার গল্প। বাঙালি নারীর চিরন্তন প্রেমের স্বরূপও এক আমিনার মধ্যে খুঁজে পাওয়া যাবে। পুরুষশাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনার এমন রূপ চোখ মেললেই দেখা যাবে আশেপাশে। থিয়েটার আর্টের ১২তম প্রযোজনা ‘আমিনা সুন্দরী’। নাটকটিতে অভিনয় করেছেন সেলিম মাহবুব, কামরুজ্জামান মিল্লাত, সঙ্গীতা চৌধুরী, অপসরা মৌ, পল্লবী, ফরিদা লিমা, কামাল রায়হান, শিল্পী চৌধুরী, রেজাউল সুজন, ফেরদৌস আমিন বিপ্লব, হাসনাত প্রদীপ, নুরুজ্জামান বাবু, স্বাধীন শাহ, হাসনাত প্রদীপ, নীল চৌধুরী, চন্দন রেজা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমিনা সুন্দরী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ