Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের নাটক কুফা মতিন

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ঈদে প্রচার হবে নাটক কুফা মতিন। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন আরিফুর রহমান নিয়াজ। নাম ভূমিকায় অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান। তার বিপরীতে রয়েছেন অ্যানি খানকে। এছাড়া অভিনয় করেছেন কাজী রাজু, আফরিন, রূপক, সোহেল, সায়মুম ইমতিয়াজ, হুমায়ুন কাবেরি প্রমুখ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘মজার একটি নাটক এটি। নাটকে আমার চরিত্রের নাম মতিন। সে সবসময় কোনো না কোনো কুফার মধ্যে থাকে। এ নিয়ে ঘটতে থাকে মজার ঘটনা। দর্শক নাটকটি দেখে অবশ্যই আনন্দ পাবেন। আমি হাসির মানুষ, বেশি বেশি হাসতে চাই, আপনাদের আনন্দ দিতে চাই। একই প্রসঙ্গে অ্যানি খান বলেন, ‘খুব সুন্দর একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি। নাটকের নামটিও খুব সুন্দর। মানুষ কি কুফা হতে পারে? সেটার উত্তর জানতে হলে অবশ্যই নাটকটি দেখতে হবে। আমার চরিত্রের নাম নদী। আশা করি, এ নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে।’ নির্মাতা নিয়াজ জানান, সমাজের প্রচলিত কিছু ভ্রান্ত ধারনা থেকেই নাটকের গল্পটি তৈরি করা হয়েছে। শেষে দর্শকের জন্য একটি বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে। ‘তুমি এসেছিলে পরশু’ গানটি রিমেক করা হয়েছে এ নাটকের জন্য। নতুন করে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানভীর হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুফা মতিন

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ