Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসে দু’বার সোশ্যাল মিডিয়াতে লাইভ করবেন সৌম্য ট্যান্ডন

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

‘ভাবিজি ঘর পার হ্যায়’ কমেডি সিরিয়ালে আনিতা ভাবি চরিত্রের অভিনেত্রী সৌম্য ট্যান্ডন মনে করেন সোশাল মিডিয়াতে লাইভ করেই ভক্তদের সঙ্গে সবচেয়ে ভালভাবে যোগাযোগ রাখা যায়। বেশ কয়েক মাস সিরিজে অনুপস্থিত ছিলেন সৌম্য তারপর মাস কয়েক আগে পুত্রসন্তান জন্ম দেবার পর তিনি সিরিজটিতে ফিরেছেন। আবার তিন সপ্রতিভ স্মার্ট আনিতা মিশ্র’র ভূমিকায় ভক্ত দর্শকদের মাতাচ্ছেন। তিনি তার ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য মাসে দুবার সোশাল মিডিয়াতে লাইভ হবার পরিকল্পনা করছেন। “আমি লাইভ হবার পরিকল্পনা করছি, আশা করি মাসে দুবার হব। আমি অনুভব করছি ভক্ত আর শুভানুধ্যায়ীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এটি সর্বোত্তম মাধ্যম। প্রায়ই আমি আমার ওয়ার্কআউট আর সৌন্দর্য চর্চা নিয়ে ভক্তদের কৌতূহলের মুখোমুখি হই। টিভির ব্যস্ততার জন্য তা মেটানো সম্ভব হয় না। আমি জিম থেকে সরাসরি ভক্তদের কৌতূহল মেটাতে পারি অথবা ভিডিও দিয়ে আমার সৌন্দর্য চর্চা সম্পর্কে জানাতে পারি। এছাড়া লাইভের মাধ্যমেই ভক্ত ও দর্শকদের মন্তব্য ও প্রতিক্রিয়া জানা যেতে পারে,” সৌম্য বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ