প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১৯৯২ সালের ক্লাসিক এনিমেটেড ফিল্ম ‘আলাদিন’-এর লাইভ-অ্যাকশন রিমেকটি বিশ্বব্যাপী আয়ে ১ বিলিয়ন ডলার (৮৫০০ কোটি টাকা) ছাড়িয়েছে। এর ফলে অন্যতম তারকা উইল স্মিথ এবং পরিচালক গাই রিচি প্রথমবারের মত বিলিয়ন ডলার ক্লাবের সদস্য হলেন। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্মটির আয় উত্তর আমেরিকায় ৩৪৩.১ মিলিয়ন ডলার এবং বাকি বিশ্বে ৬৫৬.২ মিলিয়ন ডলার অতিক্রম করলে ফিল্মটি বিলিয়ন ডলার আয় স্পর্শ করে। এই বছর ডিজনির ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ এবং ‘ক্যাপ্টেন মারভেল’-এর পর এটি তৃতীয় বিলিয়ন ডলার আয় করা চলচ্চিত্র। এছাড়া ডিজনির লাইভ-অ্যাকশন ফিল্ম ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ এবং ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এর দুটি পর্ব বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। এই বছর মুক্তিপ্রাপ্ত ‘আলাদিন’-এ অভিনয় করেছেন- উইল স্মিথ (জিনি), মেনা মাসুদ (আলাদিন) এবং নেয়োমি স্কট (রাজকন্যা জেসমিন), মারোয়ান কেনজারি, নাভিদ নেগাবান, নাসিম পেদরাদ, বিলি ম্যাগনুসেন এবং নুমান আকার। মুক্তি পাবার পর নয় সপ্তাহেই সাত সপ্তাহেই উত্তর আমেরিকায় ‘আলাদিন’ শীর্ষ দশের সাতের মধ্যে ছিল। জাপানে ফিল্মটি আয় করেছে ১০০ মিলিয়ন ডলার। দ. কোরিয়ায় ৮১ মিলিয়ন ডলার। মধ্যপ্রাচ্যে আলাদিন সর্বকালের সর্বাধিক অর্থ উপার্জনকারী ফিল্মের মর্যাদা পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।