Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন প্রয়োগ করেই আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয় প্রয়োজন সমাজ সচেতনতা

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ২:১৬ পিএম

মাগুরার পুলিশ সুপার বলেছেন কেবলমাত্র আইন প্রয়োগ করেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সমাজকে সচেতন করা। আর এ জন্য মাগুরা পুলিশ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা অব্যাহত রেখেছে। মাগুরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শনিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান এ কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম,আহসান হাবীবসহ পুলিশের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সম্পাদক শামীম খান,অধ্যাপক সাইদুর রহমান, হোসেন সিরাজ, শফিকুল ইসলাম শফিক, আবু বাশার আকন্দ, অলোক বোস, এম এ হাকিম, কাজী আসিক প্রমুখ বক্তব্য রাখেন। পুলিশ সুপার মাগুরার আইন শৃংখলা নিয়ন্ত্রনে সাংবাদিকদের সহযোগিতা চান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ