মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজপ্রাসাদ থেকে পালিয়ে দেশত্যাগী হওয়ার কারণে দুবাইয়ের রাজকন্যা শেইখা শামসা আল মখতুমের উপর দীর্ঘ দিন ধরে অমানুষিক অত্যাচার চলেছে। এর জেরে তিনি তিন ববার আত্মহত্যার চেষ্টা করেছেন বলে সম্প্রতি দাবি করলেন তার এক প্রাক্তন শিক্ষিকা।
বৃহষ্পতিবার অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাতকারে ফিনল্যান্ডের নাগরিক ওই শিক্ষিকা জানিয়েছেন, ২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের সারের ক্লবহ্যামে বাবা শেখ মহম্মদের কয়েক কোটি পাউন্ড মূল্যের প্রাসাদ ছেড়ে পালান রাজকন্যা শামসা। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উপর বাবা নিষেধাজ্ঞা চাপানোর পরেই পালানোর সিদ্ধান্ত নেন রাজকন্যা। কিন্তু দুই মাসের মধ্যেই তাকে কেমব্রিজ থেকে অপহরণ করে প্রাইভেট জেটে আরব আমিরাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
শিক্ষিকার দাবি, বর্তমানে ৩৭ বছর বয়েসি শামসাকে ৮ বছর ধরে কারাবন্দি করে অমানুষিক অত্যাচার করা হচ্ছে। পাশাপাশি, তাকে নিয়মিত মাদক সেবনে বাধ্য করা হচ্ছে। এর জেরে তিন বার আত্মহত্যা করার চেষ্টা করে বিফল হন রাজকন্যা। এমনকি ব্রিটিশ সংবাদমাধ্যম ও কেমব্রিজশায়ার পুলিশের সঙ্গে যোগযোগ করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়লে ফের ২ বছরের জেল হয় তার।
জানা গিয়েছে, ব্রাজিলের মার্শাল আর্টস ক্যাপোইরা শেখাতে ২০০১ সালে দুবাই রাজপরিবারে নিযুক্ত হয়েছিলেন ফিনল্যান্ডবাসী ওই শিক্ষিকা। তার ছাত্রী ছিলেন শামসা ও তার বোন লতিফা। ২০১৬ সালে শেষ বার রাজকন্যাকে দেখতে পেয়েছিলেন শিক্ষিকা। সেই সময় শামসা অত্যন্ত রুগ্ন, রক্তশূন্য ও ঘোরের মধ্যে ছিলেন বলে তার অভিযোগ। সূত্র : ডেইলি মিরর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।