Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানির দাম ৬১ লাখ টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবুটো আ মডিগ্লিয়ানি: বিশ্বের সবচেয়ে দামি খাবার পানি বোতল এটি গিনেস বুকে স্থান পেয়েছে। কেন এত দাম? কারণ, এর বোতলগুলি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরী। শুধু তাই নয়, পানির মধ্যে সোনার ছাই মেশানো থাকে। বিশ্বের দুই বিপরীত প্রান্ত ফিজি ও ফ্রান্সের ঝর্না থেকে এর পানি সংগ্রহ করা হয়। স্বচ্ছতা, ফ্লেভার এবং স্মুথনেসই অন্য খাবার পানি থেকে আলাদা করে। এক বোতল পানির দাম শুনলে চমকে উঠতে হয়। ৭২ হাজার মার্কিন ডলার! বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা।

খাবার পানির মধ্যে দামের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ‘কোনা নিগারি।’ এই পানি পান করলে এনার্জি পাওয়া যায়, ওজন কমে, ত্বক ভাল থাকে। এমনকি পিপাসা মেটানোতেও এর জুড়ি মেলা ভার। এমনটাই দাবি এর প্রস্তুতকারক সংস্থার। হাওয়াইয়ে গভীর সমুদ্র থেকে পানি সংগ্রহের পর বেশ কয়েকটি ধাপে বিশুদ্ধকরণ হয়। তৈরি হয় জাপানে। এক বোতল পানির দাম ২৮ হাজার টাকা। সূত্র : ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ