বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মদ মাহাবুব আলম বলেছেন, দেশের বিরুদ্ধে একদিকে গভীর ষড়যন্ত্র চলছে অন্যদিকে দেশে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। দুটোই আমাদের জন্য বিপদ ও পরীক্ষা।
এমন বিপদ থেকে রক্ষার জন্য ইসলামী জীবন বিধান মেনে চলতে হবে। অর্থাৎ সকল বিপদ আপদ থেকে রক্ষার জন্য সর্বশক্তিমান আল্লাহ্্ তা’য়ালা কে বেশি বেশি স্মণ করতে হবে। আর দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তার বিরদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাড়াতে হবে। তিনি গতকাল নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখা আয়োজিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি আলমগীর হুসাইন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ভূঁইয়া, মাওলানা মুসা বিন কাসিম, মাওলানা আশরাফুল ইসলাম, মুফতি জয়নাল আবেদীন ভূঁইয়া, রাকিুবল হাসান আশরাফ আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।