Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন মাহাদি হাসান ফাহিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

৬ হাজার প্রতিযোগীর মধ্যে দেশে প্রথমবারের মতো আয়োজিত সজীব গ্রপ মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন মাহাদী হাসান ফাহিম। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজন করা হয় মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। নানা আয়োজনের মধ্য দিয়ে রাত ১১ টায় চ্যাম্পিয়ন-এর নাম ঘোষণা করা হয় । যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন মাহেদী হাসান ও হানিফ। যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়েছেন আহসান রাজ ও হামজা খান চৌধুরী। প্রতিযোগিতার মূল আয়োজনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বুত্থান মার্শাল আর্টসের জনক, বজ্রপ্রাণ ধ্যান-সাধনা পদ্ধতির প্রতিষ্ঠাতা ড. ম্যাক ইউরি, এছাড়াও আরও বিচারকের দায়িত্ব পালন করেছেন মডেল অভিনেতা সানজু জন, মডেল প্রিন্স এবং ওয়াল মার্টের ফ্যাশন ডিজাইনার আব্দুল্লাহ আল মামুন। উপস্থাপনায় ছিলেন আরজে সায়েম ও শ্রাবণ্য তৌহিদা। এবারের মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগীতার স্পন্সর করেছে জে.সি.এক্স ডেভেলপমেন্ট লিঃ, এমিগো প্রপার্টিজ লিঃ এবং বরোটাকিয়া গ্রপ।

মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান এক্সপোজার লিঃ এর চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, সারাদেশ থেকে প্রায় ছয় হাজার প্রতিযোগী থেকে বিভিন্ন ধাপে সেরা দশজন বাছাই করা হয়। বিভিন্ন গ্রমিং শেষে নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত করা হয়। সেরা দশে ছিলেন আহসান রাজ, হানিফ, এ. রব, জয়তু চৌধুরী, মাহাদি হাসান ফাহিম, হামজা খান চৌধুরী, জুবায়ের খান, রাসেল আহম্মেদ, মাহেদী হাসান এবং সুজন ইসলাম। এ আয়োজনের চ্যাম্পিয়ন আগস্টের ২৩ তারিখ ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য মিস্টার ওয়ার্ল্ড-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। মিস্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৭২টি দেশের প্রতিনিধি চুড়ান্ত হয়েছে। এর আগে দক্ষিণ এশিয়া থেকে ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের হায়দরাবাদের মডেল ও অভিনেতা রোহিত খন্ডেলওয়াল।

 



 

Show all comments
  • alamgir hossain ৩ আগস্ট, ২০১৯, ৩:২৮ পিএম says : 0
    মামা খালুর জোরে নির্বাচিত নাকি নিজ যোগ্যতায়?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ