নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের ভাইরাস ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। দিনের পর দিন ডেঙ্গু মোকাবেলা করা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। এরই মধ্যে মারাও গেছেন বেশ কয়েকজন। হাসপাতালগুলোও জায়গা দিয়ে পারছে না ডেঙ্গু রোগীদের। এমতাবস্থায় সবার সচেতনতাই সবচেয়ে জরুরি বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান।
শুক্রবার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে এক পোষ্টে সাব্বির লিখেছেন, ‘ঢাকার পাশাপাশি বাইরের জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগীরা। তবে অনেকে হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।’
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার লক্ষন দেখা দিলে দেরি না করে চিকিৎসা নেয়ার পরামর্শ সাব্বিরের। সেই সঙ্গে তাগিদ দিলেন সচেতনতা বৃদ্ধিরও, ‘সবাইকে অনুরোধ জানাচ্ছি, ডেঙ্গুতে আক্রান্ত হলে বা লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সকলের সচেতনতাই মুখ্য। মহান সৃষ্টিকর্তা সবাইকে হেফাজতে রাখুন।’
এর একদিন আগে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন সাকিব। সেখানে ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সমাজের প্রতিষ্ঠিত ও সচেতন মানুষদেরই এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।