Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় পর্যটকসহ আহত ১২

কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ৫:১৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় পর্যটকসহ ১২ জন গুরুতর জখম হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যটন কেন্দ্র কুয়াকাটা-কলাপাড়া সড়কে এসব ঘটনা ঘটে। গুরুতর আহত মাসুম, আবু তাহের, আমিনুল, বশির, জলিল গাজী, খোকন, মনির হোসেন, আবু তালেব, পলি বেগম, মনি আক্তার ও মঞ্জু বেগমকে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে মনি আক্তারের বাড়ি দিনাজপুরে ও মঞ্জু বেগমের বাড়ি বরগুনা এলাকায়। তারা দু’জনে কুয়াকাটা থেকে একটি ভারাটিয়া মোটারসাইকেলে গন্তব্যে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। এছাড়া অন্যান্যরা উপজেলার বিভিন্ন সড়কে দূর্ঘটনায় আহত হয়েছে বলে জানা গেছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার জুনায়েত খান লেলীন জানান, আহত সবাইকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ