বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতির আড়ালে চীন থেকে আনা মদভর্তি জাহাজ এমভি কিউ জি শান গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের পাঁচ নম্বর জেটিতে ভিড়েছে। ওই জাহাজে আসা ৬৬৯টি মাস্টার কার্টন বন্দরের শেডে নামানোর পর প্রতিটি কার্টন খুলে কি পরিমাণ মদ-বিয়ারসহ ঘোষণা বহির্ভূত পণ্য এসেছে তার তালিকা করবে কাস্টম কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষণায় আনা চালান ধরা পড়ার নয় দিন পর জাহাজটি বন্দরের জেটিতে ভিড়ানো হলো।
চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সাধন কুমার কুণ্ডু গতকাল দৈনিক ইনকিলাবকে জানান, মাদার ভেসেলটিকে বিকেলে বন্দরের পাঁচ নম্বর জেটিতে বার্থিং দেয়া হয়েছে। এরপর জাহাজ থেকে মাস্টার কার্টন নামানোর কাজ শুরু হয়েছে। এরপর ওই জাহাজ থেকে খালাস করা তিনটি বার্জে থাকা মাস্টার কার্টনগুলো নামিয়ে আনা হবে। ঘোষণা অনুযায়ী আনা ৬৬৯ মাস্টার কার্টন বুঝে পাওয়ার পর প্রতিটি কার্টন খুলে শতভাগ কায়িক পরীক্ষা করা হবে। কাস্টম হাউস গঠিত ১৬ সদস্যের তদন্ত কমিটির সামনে কার্টনে তল্লাশি করে মালামালের তালিকা করা হবে।
গত ২৪ জুলাই পটুয়াখালীর পায়রা বন্দরের অদূরে চায়না-বাংলাদেশ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটডের যন্ত্রপাতির নামে আনা জাহাজভর্তি বিদেশি মদ-বিয়ারের বিশাল চালান আটক করে কাস্টম কর্তৃপক্ষ। চীনের সাংহাই থেকে আসা জাহাজ এমভি কিউ জি শান থেকে বার্জে মালামাল খালাস করার সময় চালানটি আটক করা হয়। তখন ১৯টি মাস্টার কার্টুন খুলে ১৮টিতে পাওয়া যায় মদ-বিয়ারের বিশাল চালান। মাত্র একটি কার্টুনে মিলে কিছু যন্ত্রপাতি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।