বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘জাহালম কেলেঙ্কারি’র অন্যতম হোতা আমিনুল হক সরকার ওরফে ‘হকসাব’কে আবারো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার আদালতের অনুমতিক্রমে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থার সহকারি পরিচালক গুলশান আনোয়ার প্রধান। সোনালি ব্যাংক থেকে ১৮ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ৩৩ মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে কারাভোগ করেন নিরপরাধ পাটকল শ্রমিক জাহালম। যার জালিয়াতির জন্য নিরপরাধ জাহালমের কারাভোগ সেই আমিনুল হককে গত জুনে গ্রেফতার করা হয়। ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করে ব্যাংক ঋণের জালিয়াতি সংক্রান্ত অনেক তথ্য উদঘাটন করা হয়। আরো তথ্য জানার প্রয়োজনে তাকে ৭ দিনের রিমান্ডে আনা হয়। ইতিপূর্বে জিজ্ঞাসাবাদে মানিকগঞ্জের আমিনুল হক সরকার ওরফে হক সাব দুদককে স্বীকারোক্তি দিয়েছে যে, সোনালী ব্যাংকের ১৮ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ সংক্রান্ত সংঘবদ্ধ জালিয়াতচক্রের অন্যতম হোতা তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।