মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে থাকা ও যুক্তরাষ্ট্রের কোনও সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত জাভেদ জারিফের যে কোনও সম্পদ বাজেয়াপ্ত করা হবে। টুইটারে জাভেদ জারিফ মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাকে হুমকি বলে মনে করে। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে তার বা তার পরিবারের কোনও সম্পদ নেই, তাই এই নিষেধাজ্ঞায় কোনও ক্ষতি হবে না। নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন ম্নুচিন বলেন, ইরানের সর্বোচ্চ নেতার এজেন্ডা বেপরোয়াভাবে বাস্তবায়ন করে চলেছেন জাভেদ জারিফ। ২০১৮ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ
করছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।