বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী হারুন মাহমুদ কিশোরকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৌরসভার সৌখিনমোড় এলাকায় তার শ্বশুরের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। জানা গেছে, গত ১৪ জুলাই উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকার কাজিমউদ্দিনের স্বামী পরিত্যক্তা মেয়ে বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক গড়ে তুলে হারুন এ অভিযোগে বিচার চেয়ে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার এর নিকট লিখিত অভিযোগ করলে ইউএনও বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের জন্য সখিপুর থানার ওসির নিকট পাঠান। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত হারুনকে থানা পুলিশ গ্রেফতার করে। পরে ঐ স্বামী পরিত্যক্তা মেয়ে বাদী হয়ে হারুন মাহমুদ কিশোরকে একমাত্র আসামী করে ধর্ষণ মামলা দায়ের করে। থানা পুলিশ বাদীর মেডিকেল করানোর জন্য বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপতালে এবং হারুনকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে। পুলিশ জানায় হারুন মাহমুদ কিশোরের মালিকানাধীন সকাল মিডিয়া ভিষণ নামের একটি প্রতিষ্ঠানে কাজ করার সুবাধে মেয়েটির সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের এক পর্যায়ে উভয়ের সাথে দৈহিক সম্পর্ক গড়ে উঠে। পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে কিশোর তাতে রাজি হয়নি। মেয়েটি অভিযোগ করেন দীর্ঘদিন ধরে কিশোর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে। একই ঘটনায় পূর্বেও ঐ মেয়েটি হারুনের নিকট থেকে ৩০হাজার টাকা জরিমানা নিয়েছে বলে হারুনের পরিবারের লোকজন জানায়। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আমির হোসেন বলেন, ইউএনও সাহেব থানায় পাঠালেও অভিযোগকারীর ভাষ্য মোতাবেক ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।