Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেতনানাশক খাইয়ে কৃষকের লাখ টাকা লুট

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ পশুহাটে অজ্ঞান পার্টির কবলে পরে সর্বস্ব খোয়ালেন হামিদুর রহমান নামে এক কৃষক। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ওই হাটে কুরবানির গরু কিনতে গেলে তাকে চেতনানাশক খাইয়ে নগদ ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি। বর্তমানে তিনি আধুনিক সদর হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, পৌর শহরের মুন্সিরহাট বাগানবাড়ি এলাকার কৃষক হামিদুর রহমান (৬২) কুরবানি উপলক্ষে সদর উপজেলার মাদারগঞ্জ হাটে যান। সেখানে গরু দেখার সময় তাকে পান খাওয়ানোর ছুঁতোয় চেতনানাশক ওষুধ খাওয়ায় একটি চক্র। তিনি জ্ঞান হারালে তার কাছে থাকা নগদ ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। পরে হাটের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবরটি জানায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বিকেল পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, ঘটনাটি দুঃখজনক। হামিদুর রহমানের জ্ঞান ফিরলে তার কাছে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুরবানি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হাটগুলিতে এ জাতীয় অনাকাঙ্খিত ঘটনা বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা করা হবে বলে তিনি আশ^াস দেন এবং এ প্রশ্নে জনসাধারণের কাছে তথ্য দিয়ে সহযোগিতা চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষকের লাখ টাকা লুট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ