Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুমনের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

সদ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব¡ বিভাগে (৩৫তম আবর্তন) পড়ালেখা শেষ করেছেন মো. সিরাজুল ইসলাম সুমন। সুমনকে নিয়ে তার পিতামাতার স্বপ্ন ছিল আকাশচুম্বী। নিজেও স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন, উজ্জ্বল করবেন দেশের মুখ। কিন্তু তার এই প্রতিষ্ঠালাভের পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি অ্যাকিউট মাইক্লোব্লাস্টিক লিউকোমিয়া (ব্লাড ক্যান্সার)। গত ২৩ এপ্রিল ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার শরীরে এই মরণব্যাধি রোগ ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ভারত যান। এখন চিকিৎসাধীন রয়েছেন কলকাতার টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে। তার চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এখনো প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। এত ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন করেছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা-
রাসেল আহমেদ
সঞ্চয়ী হিসাব নং- ১৩৭১০১৭৪৭৭৮
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড,
সাভার শাখা, ঢাকা।
বিকাশ- ০১৯২৪৯১১৪৯০



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুমনের চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ